আত্মসাক্ষ্য: পর্ণ আসক্তি বর্জনে রান গার্ভিয়েলি’র আত্মসাক্ষ্য

পর্ণ দেখা অনেকের কাছে এখন বিনোদনের একটা অবলম্বন। সবকিছুর অগোচরে পর্ণ নামের এ আসক্তি সমাজের এক শ্রেনীর মানুষকে প্রতিনিয়তই গ্রাস করছে। বিশেষ করে যুবসমাজের একটি অংশ এ আসক্তি দ্বারা ধ্বংস করছে নৈতিক জীবন। নষ্ট করছে তাদের সম্ভাবনাময় মেধা ও স্বপ্নকে। সরে দাঁড়াচ্ছে নীতি আদর্শ থেকে। হারাচ্ছে মানবতাবোধ। বেছে নিচ্ছে অস্বাভাবিক জীবন-যাপন। তাদের এ নৈতিক অবক্ষয় নেতিবাচক প্রভাব ফেলছে নিজেদের জীবনে, পারিবারিক জীবনে এমনকি সামাজিক জীবনে। পর্ণ দেখার আসক্তি একটি মানুষকে তার স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তার ভিতরে জন্ম দেয় গোপন ও নোংরা মানসিকতা। যার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক। কেউ কেউ এটা বুঝতে পারেনা বিধায় এর মধ্যে ডুবে থেকে নিজেকে ধ্বংস করছে। কেউ এটা বুঝেও হয়তো এ থেকে মুক্তি পাবার পথ দেখছে না। নিজের আসক্তি’র কাছে যেন বন্দী হয়ে আছে। আবার কেউ কেউ হয়তো এ আসক্তি থেকে বেরিয়ে আসতে চেয়েও বারবার ব্যর্থ হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, এ আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। সেজন্য প্রথমেই এর অবক্ষয় সম্পর্কে বুঝতে হবে। স্বদিচ্ছা, দৃঢ় প্রত্যয় ও নিজের প্রতি নিয়ন্ত্রণ আনতে হবে। তারপর চুড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এ আসক্তিকে পরিত্যাগ করার। এ বিষয়ে “রান গার্ভিয়েলি’র” কাছে শুনবো তার নিজের জীবনের পর্ণ আসক্তি বর্জনের আত্মস্বাক্ষ্য। শুনবো কেন তিনি পর্ণ দেখা বন্ধ করেছিলেন।

download audio

You may also like...