নাটক: স্বচ্ছতার অভাব।

দৈনন্দিন জীবনে স্বচ্ছতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিজের কর্মকান্ডের মধ্যে দিয়ে সেই স্বচ্ছতা প্রমাণ করা সম্ভব। ছাত্রজীবন হল নিজেকে স্বচ্ছ করে গড়ে তোলার প্রথম ধাপ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একজন ছাত্রতার পড়াশুনা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যস্ত থাকে। বিভিন্ন ধরণের কর্মকান্ডে নিয়োজিত থাকে। এর প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছ থাকার মাধ্যমে সে নিজেকে স্বচ্ছ মানুষ হিসাবে গড়ে তুলতে পারে এবং ভবিষ্যতেও সে এই ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী হয়। বিশেষ করে পড়াশুনা’র ক্ষেত্রে কোনো প্রলোভনে না পড়া। পরীক্ষা’র হলে অবৈধতার আশ্রয় না নিয়ে স্বচ্ছ থাকা। বাবা-মা অথবা পরিবারের অন্যান্যদের কাছে বিশ্বস্ত থাকা, এগুলি খুবই প্রয়োজন। কিন্তু এসব ক্ষেত্রে অস্বচ্ছ থাকলে জীবনে অনেক বড় ক্ষতি বরণ করতে হয়। যা অতিক্রম করা সম্ভব হয় না। এ বিষয়ে শুনবো একটি নাটক। যেখানে শামীম পরীক্ষার হলে নকল করতে গিয়ে ধরা পড়ে ও বহিস্কৃত হয়। একটি বছর পড়াশুনা থেকে পিছিয়ে পড়ে। নিজের অস্বচ্ছতা বুঝেও তখন আর কিছুই করার থাকেনা।

download audio

You may also like...