কেন লোভের রাজ্যে বসবাস?

a

লোভে পাপ, পাপে মৃত্যু-কথাটা কিন্তু আজও সত্য। লোভীর ধন পিঁপড়ায় খায় – আজও কথাটা মিথ্যা নয়। তাই লোভের খেয়ালে মানুষ পাপের গোলাম হয়।

কিন্তু কিভাবে? আসলে উপরোক্ত ধারনা থেকে এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক, কিভাবে লোভ থেকে আমরা পাপে জড়িয়ে পড়ি। লোভে পড়ে যখন আমরা মন্দ কোন কিছু করে ফেলি সেটাই তো অন্যায়, তাই মনের ভিতর লোভ আসার আগেই আমাদের এর প্রতিরোধ করতে হবে। লোভ থেকে বেরিয়ে আসতে হবে, আর যদি আমরা তা না করে এর সাথে নিজেকে আরও বেশি করে জড়াতে থাকি তবে অবশ্যই আমাদের এর কু-ফল ভোগ করতে হবে, যা আমাদের মৃত্যুর কারন। আসলে কি ধরনের মৃত্যু? আচ্ছা তার আগে চলুন এদোন বাগান থেকে ঘুরে আসি, যেখানে দয়াময় মাবুদ আল্লাহ আদম-হাওয়াকে সৃষ্টি করে তাদের বসবাসের ব্যবস্হা করেছিলেন এবং সেই সাথে সব কিছু তাদের ইচ্ছে মত বব্যহার করার অনুমতি দিয়েছিলেন, শুধু মাত্র গন্ধব ফল ছাড়া।

কিন্তু পরে কি হয়েছিল? শয়তানের প্ররোচনায় তারা লোভের কাছে পরাজিত হয় এবং আদেশ অমান্য করার কারনে মাবুদ শাস্তি স্বরূপ তাদেরকে বাগান থেকে তাড়িয়ে দেন।

এর ফলে কি হয়েছিল? মানুষ কে দুটি ভয়াবহ যন্ত্রনা বরন করে নিতে হল। তা হল প্রথমত তারা যখন এদোন বাগানে ছিল তখন তারা মাবুদের পবিত্র সান্নিধ্যে পবিত্রতায় বেড়ে উঠছিল, সেটা ছিন্ন হল, অর্থাৎ মানুষের পবিত্র আত্মার যে জীবন তার মৃত্যু হল এবং দ্বিতীয়ত মানুষকে অযাচিত এক শাস্তির আজ্ঞা নিয়ে জমিনের ধূলো-বালিতে মাথার ঘাম পায়ে ফেলে প্রকৃতির সাথে যুদ্ধকরে বেঁচে থাকার সংগ্রাম শুরু করতে হল।

আজ যে দেহের মধ্যে প্রানের একটা স্পন্দন নিয়ে আমরা বেচেঁ আছি, সেখানে মৃত আত্মার বসবাস। মনের মধ্যে শশ্মান, পুড়ে পুড়ে খাঁক হচ্ছে, ধুঁকে ধুঁকে বেচেঁ থাকা। একেই কি জীবন বলে? এই কি বেচেঁ থাকা? মূল্যবোধহীন, ব্যক্তিত্বহীন, লোভ-লালসা, মিথ্যে অহংকার, সন্দেহের মধ্যে বেড়ে ওঠা।

এ থেকে পরিত্রান কোথায়? কবে পাব সত্যের দেখা? পথ পাব কোথায়? যে সত্য আমাদের মুক্ত করবে, যে সত্য আমাদের চোখ খুলে দেবে, যে সত্য আমাদের মিলন করে দেবে অনন্ত জীবনের সাথে, যে জীবনের সম্পর্ক ছিন্ন হয়েছিল শয়তানের মিথ্যে প্ররোচনায়, যে সম্পর্ক ছিন্ন হয়েছিল শুধু মাত্র লোভের খেয়ালে।

যার শাস্তি ভোগ করছি আমরা, যার শাস্তি ভোগ করেছিল আমাদের পূর্ব পুরুষেরা, যার শাস্তি ভোগ করতে হবে আগামী প্রজন্মকে, প্রজন্মের পর প্রজন্ম ধরে।

তুমি পথ মেলে দাও দয়াময়, পথ খুলে দাও, আমার এ পথ শেষ হোক আজ তোমার পথ দেখায়।

 

Follow me

You may also like...