তারুন্যের ভাবনা : প্রচেষ্টার পাশাপাশি সৃষ্টিকর্তার উপর নির্ভরশীলতা
ছাত্রজীবনে ভবিষ্যত পরিকল্পণা থাকে। যখন কোন অনিশ্চয়তার ভয় করলে চলবে না। নিরুৎসাহিত হলে চলবে না। সাহস ও উদ্যমতা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। নিয়ম মাফিক প্রতিদিনের কাজ করে যেতে হবে। সেই সাথে একটা কথা মনে রাখতে হবে। আমরা আমাদের কাজ সাধ্যমত করে যেতে পারি, কিন্তু সাফল্য দেবার মালিক সৃষ্টিকর্তা। তাই সৃষ্টিকর্তার উপরেও নির্ভর করতে হবে। মনে রাখতে হবে তিনিই আমাদের কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন। এরই আলোকে বিশ্ববিদ্যালয়ে অধ্যযনরত কয়েকজন ছাত্র-ছাত্রী বন্ধুর অভিমত শুনবো।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - নভেম্বর 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - নভেম্বর 7, 2016
- গল্প: দরিদ্র মেধাবী ছাত্র মো: নুরুল আমিনের চ্যালেঞ্জ মোকাবেলা। - নভেম্বর 7, 2016