মন্তব্য: মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মন্তব্য।

২১’শে ফেব্রুয়ারী আমাদের মাতৃভাষা দিবস। বাঙ্গালী হিসাবে আমরা আমাদের মাতৃভাষা’র প্রতি সম্মান জানাতে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকি। ১৯৫২ সালের এই দিনে বাঙ্গালী’র রক্ত ও প্রাণের বিনিময়ে যে ঐতিহাসিক ঘটনার উদ্ভব হয়েছিল তারই চুড়ান্ত ফসল আমাদের অর্জিত মাতৃভাষা “বাংলা”। কিন্তু এ মাতৃভাষা’র সম্মান রক্ষার্থে আমাদের রয়েছে অনেক দায়িত্ব। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিভিন্ন অনুষ্ঠান উদযাপনই যথেষ্ট নয়। দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রেক্ষাপটে মাতৃভাষাকে সঠিকভাবে ব্যবহার ও প্রয়োগ করতে হবে। মাতৃভাষার শুদ্ধতা বজায় রাখতে হবে। বিদেশী ভাষা ব্যবহারের প্রয়োজন আছে, তবে তা যেন আমাদের মাতৃভাষা বাংলাকে অবহেলিত না করে। সেটা বাঙ্গালী হিসাবে আমাদের লক্ষ্য রাখতে হবে। তবেই মাতৃভাষা’র প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করা হবে। আসুন শুনা যাক, বাংলা একাডেমী আয়োজিত ২১’এর বই মেলায় উপস্থিত কয়েকজন ছাত্র-ছাত্রী’র অভিমত।

download audio

 

You may also like...