আমি অকুয়া

একটা মানুষ প্রতিটি মুহূর্তে ভাবছে সে কি আসলে পুরুষ না নারী? একটা নির্মম সত্যের সামনে তাকে দাঁড়াতে হয় প্রতিদিন। চারপাশের মানুষ হিংস্র হয়ে ওঠে, হয়তো তারা ভীষণ কৌতূহলী হয়ে ওঠে তার অস্তিত্ব নিয়ে। একটা তীক্ষ্ণ ক্ষত তাকে রক্তাক্ত করে প্রতিনিয়ত। একটা প্রশ্ন মাথায় ঘুরতে থাকে- আমি কে? আমি কে? প্রিয় শ্রোতা, একবার ভেবে দেখুন তো আপনার মনে মানসিকতায় এক স্বত্বা আর আপনার শরীরটার অন্য এক রূপ। যখন পরিবার, সমাজ সবাই আপনাকে নিয়ে বিদ্রূপ করতে চাইবে, আপনার পাশে কেউ থাকবে না এই রকম এক জটিল অবস্থায় আপনি কি করবেন? এই ৩য় লিঙ্গের মানুষেরা আমাদের মতই সুখে, দু:খে গড়া মানুষ। তারাও সৃষ্টিকর্তার তৈরী।আসলে আমরাই তাদের একটা ভয়ঙ্কর অন্ধকার জীবনে ফেলে দেই। তাই আসুন না, এখন থেকে তাদেরও মানুষ ভাবতে শিখি। বিদ্রূপ আর উপহাস না করে এমন ভাবে সাহায্য করি যাতে তারাও নতুন করে স্বপ্ন দেখতে পারে। সেই পুরানো কথাটা আবার না হয় নতুন করেই বলি-জীবে প্রেম করে যেইজন ,সেইজন সেবিছে ঈশ্বর।
- মা দিবস - মে 24, 2018
- রাজনীতি - ডিসেম্বর 4, 2017
- টিউশন মাষ্টার - অক্টোবর 26, 2017