মেঘ প্রহর
একটা ছোট ফাটল থেকে যেমন একটা বড় স্থাপনা ধ্বংস হয়ে যায় তেমনি ছোট্ট একটা সন্দেহের দানা থেকে একটা সুন্দর পরিবার নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় সন্দেহ করাটা একটা রোগের মত হয়ে যায়। তাই কোন কারণে কোন সন্দেহ আসলে আমাদের আগে ভেবে দেখতে হবে এর যৌক্তিকতা। কেন সন্দেহ করছি? সত্যি কি এর পেছনে কোন কারণ আছে? নাকি এগুলো শুধুই আমাদের নিজস্ব মনগড়া কল্পনা। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সন্দেহের বশবর্তী হয়ে কোন সিদ্ধান্ত নেবার আগেই আমাদের সতর্ক হওয়া খুবই প্রয়োজন।নতুবা মেঘে ঢাকা প্রহরের মত আমরাও ভুলের অন্ধকারে হারিয়ে যেতে পারি, নষ্ট করতে পারি একটি সুন্দর সম্পর্ক।
- মা দিবস - মে 24, 2018
- রাজনীতি - ডিসেম্বর 4, 2017
- টিউশন মাষ্টার - অক্টোবর 26, 2017