স্রষ্টা অনুতপ্ত হৃদয় ভালবাসেন
অন্য মানুষকে কষ্ট বা যন্ত্রনা দিয়ে আমরা নিজেরা কিন্তু কখনো ভালো থাকি না বরং একটা অপরাধবোধ অথবা কষ্ট নিজেদের মধ্যে বাস করে। এই অবস্থায় যখন আমরা স্রষ্ঠার সামনে দাঁড়াই তখনও আমরা মনে শান্তি পাই না। আমাদের সৃষ্টিকর্তা যেমন মহান তেমনি আমাদেরও চিন্তা করা প্রয়জোন।কারো বিরুদ্ধে যদি আমরা অন্যায়/ভুল করি তবে তার কাছে ক্ষমাপ্রার্থনা করাটাই আমাদের উদারতার পরিচয়। আর জানেন তো সৃষ্টিকর্তা আমাদের অনুতপ্ত হৃদয় ভালবাসেন। তাই যখন আমরা স্রষ্ঠার সামনে দাঁড়াই, তখন ভেবে দেখি-আমার বিরুদ্ধে কারো কোন অভিযোগ আছে কিনা।
Helen Sarker
I have a big dream, one day I will give shelter or home to many street children who have no dreams, no food.
Personally I am a happy person. I have a happy family & my surrounding people love me.
My personal likings are: reading book, handicraft, watching movie, cooking.
Latest posts by Helen Sarker (see all)
- মা দিবস - মে 24, 2018
- রাজনীতি - ডিসেম্বর 4, 2017
- টিউশন মাষ্টার - অক্টোবর 26, 2017