নাটক : পরাজিত হতে চাই না
দূর্নীতি একটি দেশ ও জাতির জন্য ধ্বংসাত্ক। বিশেষ করে বাংলাদেশ এখন বিভিন্ন ক্ষেত্রে দূর্নীতিগ্রস্থ। যেখানে একটি চাকরী পেতে ঘুষ দিতে হয়। হোস্টেলে সিট পেতে বকসিস্ দিতে হয়। তবে এটা সবক্ষেত্রে নয়। ঘুষ বা বকসিস্ ছাড়াও অনেক কিছু সম্ভব, যদি আমরা দূর্নীতিকে প্রশ্রয় না দেই। এরই আলোকে উপভোগ করবো একটি ছোট্ট নাটক। যেখানে রুবেল ঘুষ দিয়ে চাকরী পেয়েছে। রানা বকসিস দিয়ে হোস্টেলে সিট পেয়েছে। অন্যদিকে কবিতা কোন ঘুষ না দিয়েই পেয়ে যায় একটি ভাল চাকরী। প্রমাণ করে দেয় দূর্নীতি ছাড়াও এখনো অনেক কিছু সম্ভব, যদি আমরা দূর্নীতিকে প্রশ্রয় না দেই।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - নভেম্বর 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - নভেম্বর 7, 2016
- গল্প: দরিদ্র মেধাবী ছাত্র মো: নুরুল আমিনের চ্যালেঞ্জ মোকাবেলা। - নভেম্বর 7, 2016