সাক্ষাৎকার: সহানুভূতি একজন পক্ষাঘাতীকে পুনরায় সবল ও সক্রিয় হতে সাহায্য করে।

মানুষ কখনো কখনো কোন দূর্ঘটনায় পড়ে স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে। নিজেকে অসহায় মনে করে। যখন একটু সহানুভূতি পেলে আবার সে শক্তি পেতে পারে। নিজেকে সক্ষম করে তুলতে পারে জীবন ধারণের জন্যে। কাজেই সহানুভূতি দ্বারা সে মানুষগুলিকে সক্ষম করে তোলা আমাদেরই দায়িত্ব। যে দায়িত্ব বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে পালন করা সম্ভব। সেবা ও পূণর্বাসন তেমনি একটি মহতি কার্যক্রম। এরই আলোকে শুনবো একটি সাক্ষাতকার অনুষ্ঠান।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - নভেম্বর 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - নভেম্বর 7, 2016
- গল্প: দরিদ্র মেধাবী ছাত্র মো: নুরুল আমিনের চ্যালেঞ্জ মোকাবেলা। - নভেম্বর 7, 2016