গল্প : প্রথমে নিজেকে পরীক্ষা করো

ন্যায়-বিচার শুধু আদালতের মধ্যেই সীমাবদ্ধ নয়। দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে ন্যায়-বিচার রয়েছে। কোন পিতা-মাতার ন্যায়-সঙ্গত বুদ্ধি-পরামর্শ, আদেশ-উপদেশও সন্তানের জন্য ন্যায়-বিচার। একই ভাবে আমরা শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে প্রত্যেকেই নিজ নিজ জায়গায় ন্যায়-বিচার গড়ে তুলতে পারি। যেখানে থাকবে নীতিগত সমাধান। উপযুক্ত ফলাফল। এরই আলোকে শুনবো একটি বাস্তব কাহিনী। যা ঘটেছিল প্রায় দুই হাজার বছর আগে।

You may also like...