সাক্ষাতকার: কোচিং বাণিজ্য
আমাদের দৈনন্দিন জীবনের কর্মকান্ডে আমরা যেসব প্রতারণা’র শিকার হয়ে থাকি, তার মধ্যে কোচিং বাণিজ্য একটি অন্যতম প্রধান বিষয়। যা বর্তমানে সারা দেশে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এরই আলোকে আমরা শুনবো মিসেস শিলা বার্নাডেট গমেজ -এর সাক্ষতকার, যিনি ঢাকা শেখ ফজিলাতুন্নেসা টিচার্স ট্রেনিং কলেজ এর প্রিন্সিপাল হিসাবে নিয়োজিত আছেন। শুনবো শিক্ষার্থীদের উপরে কোচিং-এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সম্পর্কে তার মূল্যবান কিছু কথা।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - নভেম্বর 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - নভেম্বর 7, 2016
- গল্প: দরিদ্র মেধাবী ছাত্র মো: নুরুল আমিনের চ্যালেঞ্জ মোকাবেলা। - নভেম্বর 7, 2016