Vox-pop: Constructive criticism is better than gossip

False criticism destroys good relationship. Sometimes people criticize ‍at behind, but we should keep in mind that God or our Creator sees everything. We can’t go beyond His sight. We will be judged according to our works. So it’s better to omit all kinds of gossip. Let’s listen to some student’s view on account of it.

Download Audio

তারুন্যের ভাবনা : ইতিবাচক সমালোচনা গড়ে তোলে সুন্দর জীবন

মিথ্যে সমালোচনা মানুষের মধ্যে পারস্পারিক সম্পর্ক নষ্ট করে। এই ধরণের সমালোচনা কেউ কারো আড়ালেই করে থাকে। কিন্তু একটা বিষয় সকলের মনে রাখা উচিত; সৃষ্টিকর্তা সবকিছু দেখতে পান। তার চোখ ফাকিঁ দেয়া যায় না। কাজেই তিনি সেভাবেই যার যার কর্ম ফল অনুযায়ী শাস্তি দেবেন। তাই সমালোচনা বর্জন করাই ভাল। এরই আলোকে কয়েকজন ছাত্র-ছাত্রী বন্ধুর অভিমত শুনবো।

You may also like...